
ওঙ্কার নিউজ ডেস্ক:একদিনে তিন ডিগ্রী তাপমাত্রা কমে ,কিছুটা চেনা শীতের আমেজ ফিরল বাংলায়।শীতের মরসুম প্রায় শেষ হতে চললেও জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি পশ্চিমবঙ্গে। শনিবারও কলকাতার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে যা ছিল ৪ ডিগ্রি বেশি। তবে রবিবার কিছুটা পারদের পতন হল। প্রায় তিন ডিগ্রি কমে গেল তাপমাত্রা। আগামীদিনে আরও কমতে পারে তাপমাত্রা বলে পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। শুধু কলকাতাই নয় রাজ্যের অন্য জেলাগুলিতেও রবিবার তাপমাত্রা কমেছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস ,যা ছিল সর্বনিম্ন । অপরদিকে শ্রীনিকেতনে ছিল ১০.২, পানাগড়ে ১০.৪, সিউড়ি, বর্ধমানে ১১, কল্যাণীতে ১১.২, আসানসোলে ১১.১, ঝাড়গ্রামে ১২ এবং বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস।