
জয়ন্ত সাহা,আসানসোল: বুধবার পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ কুলটির সেল গ্রোথ কারখানার আবাসন গুলোতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। তাই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্নায় বসেন আবাসনের বাসিন্দারা। কারখানার গেটের সামনে কারখানার আধিকারিকেরা আসলে তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। ধর্না প্রতিহত করতে সিআইএসএফ ও কুলটি থানার পুলিশ আসলে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর ধস্তাধস্তিও হয়। পরে সিআইএসএফ বিশাল বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন অবিলম্বে আবাসন গুলোতে পানীয় জলের সরবরাহ দিতে হবে