
শেখ চিকু,কলকাতা : আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। যদিও বুধবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টি না হওয়ার কারণে গরম আরো বাড়বে। পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও উপরে পাঁচটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার,জলপাইগুড়ি,কালিম্পং,কোচবিহার এবং দার্জিলিঙে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও আগামী ২রা সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস।