নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে জারি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আরও তিনদিন অর্থাৎ সোমবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বীরভূম,মুর্শিদাবাদ,নদীয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও চলবে বৃষ্টিপাত।
অন্যদিকে উত্তরবঙ্গেও একইরকমভাবে চলছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং,কোচবিহারে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত,
প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্টেশনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল । শনিবার সকালে ব্যস্ত অফিস টাইমে আটকে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন। বৃষ্টি মাথায় নিয়েই রেললাইন দিয়ে হেঁটেই নিজেদের গন্তব্যে পৌঁছেছেন হাজার হাজার মানুষ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। রেল সূত্রের খবর,প্রবল বৃষ্টিতে রেললাইন এবং সিগন্যালিং ব্যবস্থার ক্ষতি হয়। তার ফলেই দাঁড়িয়ে যায় একের পর এক শিয়ালদহগামী ট্রেন। চার ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে ট্রেন চলাচল। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে রাস্তায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়।