
নিজস্ব প্রতিনিধি : রাজ্যে ৩৪ বছরে বাম সরকারের আমলে, রাজ্যের নিজস্ব কোনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল না। তৃণমূল সরকার ক্ষমতায় আসার অভিনেতা শাহরুখ খানকে রাজ্যের মুখ করে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই সকলকে তাক লাগিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে বাংলায় শিল্পের ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও এদিন বাংলায় অ্যাম্বাসেডর হওয়ার আগে তিনি ত্রিপুরা রাজ্যের অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় পেয়েছিলেন।