
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ডায়মন্ডহারবারের এসডিও মাঠ থেকে এই শিবিরের উদ্বোধন করেন সাংসদ। ডায়মণ্ডহারবার লোকসভার বিভিন্ন এলাকায় আগামী ৭৫ দিন ধরে এই শিবির চলবে। প্রত্যেক বিধানসভায় ১০ দিন করে ক্যাম্প চালু থাকবে বলে জানান অভিষেক। ডায়মন্ডহারবারের সাতটি বিধানসভা এলাকার প্রত্যেকটিতে গড়ে ৪০ থেকে ৪৫টি করে স্বাস্থ্য শিবির হবে।
কোথায় কবে হবে সেবাশ্রয় ক্যাম্প?
এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ডায়মন্ডহারবারের পরে ফলতা বিধানসভা এলাকায় ক্যাম্প হবে ১২ জানুয়ারি-২১ জানুয়ারি। বিষ্ণুপুর বিধানসভা এলাকায় ২২ জানুয়ারি-৩১ জানুয়ারি ৪৭টি ক্যাম্প হবে। এরপর মেটিয়াবুরুজ বিধানসভায় ১ ফেব্রুয়ারি-১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬টি ক্যাম্প হবে। সাতগাছিয়া বিধানসভায় ১২ ফেব্রুয়ারি- ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫টি ক্যাম্প হবে। বজবজ বিধানসভায় ২২ ফেব্রুয়ারি-৩ মার্চ পর্যন্ত ৪২টি ক্যাম্প হবে। মহেশতলা বিধানসভা এলাকায় ৪ মার্চ -১৩ মার্চ পর্যন্ত ৪৫টি শিবির হবে। এরপরে ১৬ মার্চ-২০ মার্চ মেগা ক্যাম্প আয়োজিত হবে। সব ক্যাম্পের ফলোআপ হিসেবে ওই ৫ দিন ৩০০টি জায়গায় একসঙ্গে একভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফলোআপ ক্যাম্প হবে।
ভিডিও দেখুন-