
ওঙ্কার ডেস্ক: শুধু মৎস্য ক্ষেত্রে ১২৬ কোটি ৩৬ লক্ষ টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। ইতিমধ্যেই চুক্তি সাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। মেদিনীপুরের মৎস্য ক্ষেত্রে এই বিপুল বিনিয়োগে খুশি মুখ্যমন্ত্রী। মিষ্টি জল, নোনা জলের পাশাপাশি সামুদ্রিক ক্ষেত্রে এই প্রথম পূর্ব মেদিনীপুরে বিনিয়োগ হচ্ছে এত বিপুল পরিমাণ টাকা। এর ফলে কাজ পাবেন মৎস্যজীবীরা। পাশাপাশি বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগর ঘেঁষে ১৫৮ কিলোমিটার বিস্তৃত উপকূল রয়েছে। যার মধ্যে ৬৫ কিলোমিটার লম্বা উপকূল। বেশীরভাগ পূর্ব মেদিনীপুর জেলার মধ্যেই পড়ে। এই এলাকায় রয়েহে বিপুল সংখ্যক মৎস্যজীবীদের বাস। এ ছাড়াও রামনগর, কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়াতে কয়েক লক্ষ মৎস্যজীবী থাকেন। এই সব এলাকার মানুষের আয়ের উৎস মাছের ভেড়ি। মিষ্টি জল, নোনা জল মিলিয়ে বছরে ৪,৩০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। উদ্যেগক্তা প্রবীরকুমার ভূঁইঞা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাছ ব্যবসার সঙ্গে যুক্ত। সেই ব্যবসার সমৃদ্ধি ঘটাতে নতুন করে ৪০ কোটি টাকা বিনিয়োগ করছেন। এলাকার মাছচাষের কথা ভেবে মাছের খাদ্য সরবরাহ এবং ওষুধের ব্যবসা করা হবে বলে জানিয়েছেন তিনি। সরকারের থেকে ভরতুকির পাশাপাশি স্বল্পমূল্যে বিদ্যুৎ পাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবীরকুমার ভূঁইঞা।