
নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ শহর কলকাতায় ফের সামনে এল নারী নির্যাতনের ঘটনা। আর জি কর কান্ডের আবহে একটি হাসপাতালে ঘুমন্ত অবস্থায় এক মহিলার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। হাসপাতালেরই এক ওয়ার্ড বয়ের দিকে অভিযোগের আঙুল উঠেছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। মহিলার শিশু এই হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ধৃত ওই যুবককে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে হাসপাতালে দোতলার একটি ওয়ার্ডে নিজের সন্তানকে নিয়ে পাশে ঘুমাচ্ছিলেন ওই মহিলা। ঠিক সেই সময় অভিযুক্ত ওই ওয়ার্ডবয় মহিলার গায়ে বাজে ভাবে স্পর্শ করে। এমনকি সেই ভিডিও নিজের মোবাইলেও রেকর্ড করেছে অভিযুক্ত ওই ওয়ার্ডবয়, বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।