
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আরজিকর আন্দোলন সমর্থন করায় একাধিক অভিনেতা অভিনেত্রীকে বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিল শাসক শিবিরের একাংশ।
আরজিকরে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন, বিক্ষোভে সোচ্চার হন চিকিৎসক সমাজের একাংশ। পথে নামেন সমাজের সকল স্তরের মানুষ। তিলোত্তমার বিচারের দাবিতে দ্রোহের কার্নিভাল থেকে রাত দখলের ডাক-সহ বহু বেনজির আন্দোলনের সাক্ষী থেকেছে রাজ্য। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নামেন সমাজের বিশিষ্টজনেরা। পথে নামেন অভিনেতা-অভিনেত্রীরা। সময় যত গড়িয়েছে আন্দোলনের ঝাঁঝ ততই বেড়েছে। দীর্ঘ হয়েছে প্রতিবাদী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা। রাত দখল থেকে প্রতিবাদ মিছিলে অংশ নেয় টলিপাড়ার বহু চেনা মুখ। সোহিনী সরকার, দেবলীনা দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্ররা। এছাড়া এই তালিকায় রয়েছে একাধিক চেনা সেলিব্রিটি। বছর শেষে সোশ্যাল মিডিয়াজুড়ে বয়কটের পোস্ট ছয়লাপ। এমনকি এসম্পর্কিত একটি তালিকাও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। তালিকার ঠিক নিচে লেখা – ওঁদের অনুষ্ঠান দেখবেন না, ভিডিও দেখবেন না, অডিও শুনবেন না। এমনই দাবি তোলেন শাসকদলের নেতারা। এই তালিকায় নাম রয়েছে ডক্টর কুনাল সরকারেরও।
উল্লেখ্য, ২০২৪ কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানেও এর প্রভাব পড়েছিল। টলিপাড়ার একাংশের দাবি, আরজিকর আন্দোলনে যোগ দেওয়ার জন্য এবছরের চলচ্চিত্র উৎসবে ডাক পাননি টলিপাড়ার বহু চেনা মুখ। এরপর বছর শেষে আরজিকর আন্দোলনে যোগ দেওয়া অভিনেতা-অভিনেত্রীদের বয়কটের ডাক দেওয়ার বিষয়টি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে চলছে বাগবিতণ্ডা। শুরু হয়েছে বাগযুদ্ধ।