
Ukrainian servicemen fire with a tank towards Russian troops near a front line, amid Russia's attack on Ukraine, in Kharkiv region, Ukraine July 6, 2023. REUTERS/Vyacheslav Madiyevskyy
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা : পয়লা বৈশাখকে রাজ্য দিবস এবং রবীন্দ্রনাথের “বাংলার মাটি বাংলার জল” গানটি হবে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত, এই মর্মে ২০২৩ সালে বিধানসভায় প্রস্তাবটি পাশ করিয়ে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু রবীন্দ্রসঙ্গীতটির কথা বিকৃত করার জন্য তুমুল ঝড় ওঠে। কারণ, সরকারি নির্দেশিকা অনুসারে যে গানটি গাওয়া হয় তাতে ‘বাংলার মাটি বাংলার জল’-এর পরিবর্তে গাওয়া হয় ‘বাঙালির মাটি বাঙালির জল……’। রবীন্দ্রনাথের গানের কথা কেন বদলানো হল তা নিয়ে অবশ্য সরকারি ভাবে কোনো উত্তর মেলেনি। এটি অজ্ঞতা না উদ্দেশ্যপ্রণোদিত তার ব্যাখ্যা মেলেনি। এবার সেই বিতর্কে নিরসন করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সোমবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে “বাংলার মাটি বাংলার জল”।
এক মিনিটের সময়সীমা বেঁধে কোন স্তবক গাওয়া হবে তাও জানান হয়েছে ওই নির্দেশিকায়। উল্লেখ করা হয়েছে, রাজ্য সঙ্গীত হিসাবে গাওয়া হবে, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল- পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন— এক হউক, এক হউক, এক হউক হে ভগবান’। জাতীয় সঙ্গীতের মতো রাজ্যসঙ্গীতকে সম্মান জানাতে গানটি গাওয়ার সময় শ্রোতারা যাতে উঠে দাঁড়ায় তাহলে ভালো হয় এও জানান হয়েছে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হচ্ছে না। অর্থৎ এই নির্দেশিকা নিয়ে যাতে আর কোনো বিতর্ক না দেখা দেয় সেদিকে নজর দেওয়া হয়েছে।