
ওঙ্কার ডেক্স: তৃণমূল ছেড়ে হাতে কংগ্রেসের পতাকা তুলে নিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার প্রদেশ কংগ্রেস দফতরে দলের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের উপস্থিতিতে কংগ্রেসে পতাকা হাতে তুলে নেন জঙ্গি পুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ। পুরনো ঘরে ফিরে জাতীয় রাজনীতিতে গান্ধী পরিবার ঘনিষ্ট বলে পরিচিত প্রণব পুত্র অভিজিৎ বলেন, কংগ্রেস ছাড়া ভুল ছিল। জাতীয় স্তরে তুখোড় রাজনীতিবিদ ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ভোট রাজনীতিতে সাফল্য না পেলেও কেন্দ্রে স্বরাষ্ট্র থেকে অর্থ এর মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন তিনি।তবে প্রণব পুত্র হয়েও রাজনীতিতে তেমন দাগ কাটতে পারেনি অভিজিৎ। অনেকে বলছেন অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের কি কাজে লাগবে? যদিও তার উত্তর দিয়েছেন খোদ অভিজিৎ। কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তিনি বলেন, পুরোনো কংগ্রেস কর্মীদের ফের ঘরে ফেরানোর কাজ করবেন তিনি।
উল্লখ্য,২০২১ সালের ৫ জুলাই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে হাত ছেড়ে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। প্রসঙ্গত,মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয় ঘটে। বিধানসভায় আসন শূন্যে পৌঁছে যায় কংগ্রেস।এরপর কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন রাষ্টপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।রাজনৈতিক মহলের ধারণা, দিল্লী বিধানসভায় ভড়াডুবি হতেই ইন্ডিয়া জোটের রাশ কংগ্রেসের থেকে নিজের দিকে আনতে চাইছে তৃণমূল। তাই কি তৃণমূলের ঘরে সিঁদ কেটে জোড়া ফুল শিবিরকে বার্তা দিল রাহুল সনিয়া।