
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার বৃহস্পতিবার রাতে ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় হুগলি নদিতে ডুবল বাংলাদেশের ছাই বোঝাই জাহাজ । ভেতরে থাকা ১৬ জন কর্মীকে উদ্ধার করল গঙ্গাসাগরের পুলিশ।প্রতিনয়ত বহু জাহাজ বাংলাদেশ থেকে হলদিয়া এবং কোলাঘাটে যাতায়াত করে। বৃহস্পতিবার রাতে ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় ডুবে যায় ছাই ভর্তি জাহাজ। ডুবে যাওয়া জাহাজের কর্মীদের চিৎকার শুনে পাশে থাকা জেলেরা, গঙ্গাসাগর থানায় ফোন করে। কিছুক্ষণের মধ্যেই সাগর থানার আধিকারিক অর্পণ বাবুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লঞ্চ এবং স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে আসে,এবং ১৬ জনকে উদ্ধার করে। উদ্ধার করার পর তাদেরকে রুদ্রনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। তবে জাহাজটি সম্পূর্ণ সমুদ্রের মধ্যে ডুবে গেছে।
ভিডিও দেখুন-