
অরূপ ঘোষের, ঝাড়গ্রাম : আজ ১০ ই ফেব্রুয়ারি সোমবার, শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হতে না হতেই ঝাড়গ্রাম জেলার বাস কতৃপক্ষ জারি করল এক নয়া ঘোষণা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে যাওয়া ও আসার জন্য কোনও ছাত্র ছাত্রীর থেকে বাসের ভাড়া নেবে না ঝাড়গ্রাম জেলা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এমন নির্দেশিকা শুনে বেজায় খুশি পরীক্ষার্থীরা এবং তাঁদের অভিভাবকেরা। ঝাড়গ্রাম জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে ১৩ হাজার ৬৫০ জন ছাত্র ছাত্রী। তার মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪০৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৭ হাজার ২৪৬ জন।মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৩৯ টি। অভিভাবকেরা জানাচ্ছেন, তাঁদের অনেকেরই বাড়ি অনেক দূরে সেখেত্রে ভাড়া না নেওয়ায় অনেকটাই সুবিধা হল তাঁদের। পাশাপাশি যথা সময়ে পরীক্ষার হলে পৌঁছনও যাবে। ঝাড়গ্রাম বাস সংঘটনের পক্ষ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলা প্রশাসন, বনদফতর ও পুলিশকর্মীরা একইসঙ্গে কাজ করবেন যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়ার জন্য কোনপ্রকার অসুবিধা না হয়।
ভিডিও দেখুন-