
ওঙ্কার ডেস্ক : রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে মামলা উঠতে চলেছে হাইকোর্টে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক মহিলা আইনজীবী। এই নিয়ে মামলা দায়েরে আবেদনে সাড়া দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সম্ভবত কয়েকদিনের মধ্যে এই মামলার শুনানি শুরু হতে চলেছে।
আরজি কর কাণ্ডের সঙ্গে সঙ্গেই হাসপাতালগুলিতে হুমকি সংস্কৃতি নিয়ে নানান অভিযোগ ওঠে। অভিযোগ, ভয় দেখিয়ে হাসপাতালে সেবা সংস্কৃতি নষ্ট করা হচ্ছে। এই ইস্যুতে জড়িয়ে পড়েন বহু প্রবীন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিরা। এর বিরুদ্ধে সরব হন জুনিয়র ডাক্তাররাও। আন্দোলনের চাপে আরজি কর, বর্ধমান, উত্তরবঙ্গ-সহ একাধিক মেডিক্যাল কলেজে অভিযুক্তদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কাউন্সিল। দীর্ঘ দিন এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ চলে আরজি কর হাসপাতালে। অভিযুক্তদের একাধিক বার তলব করা হয়। এই বিষয়ে ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই সংক্রান্ত মামলায় হাই কোর্ট জানিয়েছিল, এ ব্যাপারে অভিযুক্তদের বহিষ্কার করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের দাবি দাওয়ায় ছিল হুমকি সংস্কৃতি বন্ধের শর্তটিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। এ বার এই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক মহিলা আইনজীবী। অবশেষে প্রধান বিচারপতি বেঞ্চ থেকে মামলা দায়েরের অনুমতি মিলেছে।