
ওঙ্কার ডেস্কঃ সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষেরও বেশি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে সব রকম ব্যবস্থা নিয়ে তৈরি পর্ষদ ও প্রশাসন।
জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। রাজ্যজুড়ে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। যার মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে। প্রতি পরীক্ষাকেন্দ্রে থাকছেন অতিরিক্ত ২ জন ভেনু সুপারভাইজার। পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বরও চালু করেছে কলকাতা পুলিশ।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট বিভ্রাটের শিকার হয় একাধিক পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায়, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, নতুন করের খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল। এবং সেখানে, এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিসে গিয়ে অ্যাডমিট কার্ড নিতে হবে স্কুলকে। শনি ও রবিবারের মধ্যেই ওই সব অ্যাডমিট কার্ড পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে হবে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সকল পরীক্ষার্থী।
ভিডিও দেখুন-