
বাবলু প্রামানিক দক্ষিণ চব্বিশ পরগনা; বারুইপুরের মল্লিকপুর সুভাস গ্রামের পাঁচঘড়াতে নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই ঝামেলা হয় দুই প্রতিবেশী মিন্টু ঘরামি ও বশির ঘরামির। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী সমস্যা মিটমাট করে দিলেও কিছুক্ষণ পরেই বসির ঘরামির জামাই প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মন্টু ঘরামির উপর চড়াও হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বশির ঘরামির জামাই খোকন বন্দুক নিয়ে বশির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে। এলাকাবাসীরা বারুইপুর থানার পুলিশকে খবর দেয়। বারুইপুর থানার পুলিশ বসির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন ও বন্দুক উদ্ধার করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন।
ভিডিও দেখুন-