
ওঙ্কার ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। সোমবার শিয়ালদহ আদালতে সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দেন বিচারক অনির্বাণ দাস। শাস্তি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি এখনও ফাঁসির দাবিতে অনড়। সর্বোচ্চ শাস্তির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হবে রাজ্য। সেই মতো মঙ্গলবার সকালে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।রাজ্য সরকারের আবেদনে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।
গত বছরের ৯ অগস্ট আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এসেছেন। দোষীর ফাঁসির দাবিতে রাস্তায়ও নেমেছিলেন তিনি। সোমবার শিয়ালদহ আদালত দোষীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পর মোটেই খুশি নন তিনি। মুখ্যমন্ত্রী বলেন , তিনি দোষীর ‘চরমতম শাস্তি’ চেয়েছিলেন। তিনি আরও বলেন, “ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।”