
ওঙ্কার ডেস্কঃ প্রত্যাশা ছিল অনেক কিছুই। পুরো টা না পূরণ হলে কিছুটা পূরণ হল রাজ্য বাজেটে। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্য সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করলেন। এর ফলে তা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। চন্দ্রিমা জানিয়েছেন, ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এ বারের বাজেট তৃণমূল সরকারের শেষ ‘পূর্ণাঙ্গ বাজেট’। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল, বড় অঙ্কের মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করা হবে। সেই মতই ৪ শতাংশ বর্ধিত ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা,তবে এখনও ৩৫ শতাংশের ফারাক থাকল কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে।
ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে। তাই বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে তাঁদের জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন ১৪ শতাংশ হারে। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই ‘উল্লেখযোগ্য’ ফারাকের কথা বারবার তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার জ জেরে কিছুটা চাপ তৈরি হয়েছিল নবান্নের উপর। এই পরিস্থিতিতে বুধবার ডিএ বাড়িয়ে ১৮ শতাংশ করার ঘোষণা করল মমতার সরকার।