
সন্তোষ মন্ডল, পানাগড় : কটূক্তি করতে করতে মদ্যপ যুবকদের ধাওয়া, ইভটিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পানাগড়ে মৃত্যু চন্দন নগরের তরুণীর। মৃতার নাম সুতন্দ্রা চ্যাটার্জী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ ৫জন চন্দন নগর থেকে গয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছিল। বুদবুদ থানা এলাকার একটি পেট্রল পাম্পে গাড়িটি তেল নেওয়ার জন্য দাঁড়ায়। অভিযোগ, সেই সময় কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে কটূক্তি করতে থাকেন। তার পর তাঁরা গাড়ি নিয়ে আগের গাড়িটির পিছু ধাওয়া করেন।
পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাদের গাড়ি আটকাকে যায়। ইভটিজারদের হাত থেকে বাঁচতে গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে একটি দোকানে, তারপর রাস্তার ধারে থাকা শৌচালয়ে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা মহিলার মৃত্যু হয়।বাকি ২জন অল্প বিস্তর আহত হয়। গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাঁকসা থানার পুলিশ।পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপশি মৃত তরুণীর দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। যারা কটূক্তি করছিলো বলে অভিযোগ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ওই তরুণীর বাড়ি চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায়। নৃত্যশিল্পী ছিলেন তিনি। একটি কাজে গাড়ি নিয়ে গয়ার উদ্দেশে যাচ্ছিলেন। শনিবার রাত ১০টা নাগাদ চন্দননগর থেকে রওনা দিয়েছিলেন তাঁরা।
ভিডিও দেখুন-