
ওঙ্কার ডেস্কঃ মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি ভাগ্যলক্ষ্মী আসতে চলেছে বড় পর্দায়। সবে মাত্র শেষ হয়েছে ছবির শুটিং। মুক্তি পেয়েছে ছবির পোস্টার ও টিজার। প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও সোলাঙ্কি রায়৷ এই প্রথম জুটি বাঁধলেন দুই তারকা।
ভাগ্যলক্ষ্মীর টিজারেই প্রকাশ পেয়েছে ছবির রহস্যে মোড়া গল্প। খুন, লাশ লোপাটের ছমছমে কাহিনি তুলে ধরা হয়েছে। আরও ধোঁয়াশা বাড়িয়েছে সুটকেস ভর্তি টাকা। সবমিলিয়ে তৈরি হয়েছে রহস্য। ছবির গল্প আসলে কী তা জানতে দেখতেই হবে সিনেমাটি। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের ছবি ভাগ্যলক্ষ্মী।
রহস্য-রোমাঞ্চ বাঙালির পছন্দ চিরকালই। তাই ভাগ্যলক্ষ্মী দর্শকের মনে সাড়া ফেলবে বলে আশা। ছবিতে ঋত্বিক ও সোলাঙ্কি ছাড়াও অভিনয় করেছেন রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত , দেবপ্রিয় মুখোপাধ্যায় , যুধাজিৎ সরকার।