
প্রদীপ মাহাতো, ওঙ্কার বাংলা: এখনও অধরা বাঘিনী জিনাত। একটার পর একটা গবাদি পশুর উপর হামলা করলেও কোনওভাবে বন দফতরের পাতা ফাঁদে পা দিচ্ছে না চতুর বাঘিনী। আর এর ফলে কপালের দুঃশ্চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের।
গত ১৫ ডিসেম্বর ওড়িশার সিমলিপাল রির্জাভ ফরেস্ট থেকে চলে আসে জিনাত। ঝাড়খণ্ডের দলমা পাহাড় ও সংলগ্ন জঙ্গল অতিক্রম করে প্রাণীটি পশ্চিমবঙ্গের জঙ্গলে ঢুকে পড়ে। এরপর ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের একটি বিশেষ দল বাঘটির খোঁজে তৎপরতা শুরু করে। একটার পর একটা জঙ্গলে অভিযান শুরু করেন তাঁরা। পরে পুরুলিয়ায় রাইকা পাহাড় সংলগ্ন অঞ্চলে বাঘিনিটি চলে আসে। তার পর থেকে আতঙ্কের দিন যাপন শুরু হয় গ্রামবাসীদের। জঙ্গলের মধ্যে কখনও পোষা ছাগল, কখনও বা গরুর উপর হামলা করে পালিয়ে যায় বাঘিনীটি। স্থানীয়দের দাবি, একাধিক ছাগলের দেহে বাঘিনীর আঁচড়ের চিহ্ন মিলেছে। শুধু তাই নয়, জঙ্গলের ভিতর থেকে একটি ছাগলের ক্ষতবিক্ষত মৃতদেহও উদ্ধার হয়।
অন্যদিকে বন দফতর ও প্রশাসনের তরফে ইতিমধ্যে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করে প্রশাসনের তরফে মাইকিং করা হয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের সুরক্ষার জন্য গোটা গ্রামকে জাল দিয়ে ঘিরে ফেলছেন বন দফতরের কর্মীরা।