
ওঙ্কার ডেস্কঃ আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার। বুধবার দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন দুই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ায়। আহত পুলিশ কর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
সুত্র মারফত জানা গিয়েছে, বুধবার বিকেলে দুই পুলিশকর্মী ইসলামপুর আদালত থেকে আসামীদের নিয়ে ফিরছিলেন গোয়ালপোখর থানায়। ফেরার পথেই পাঞ্জিপাড়া কালীবাড়ি এলাকার জাতীয় সড়কের ওপর গুলি বর্ষণ করে দুষ্কৃতীরা।অপহরণ করে নিয়ে যায় আসামীদের।জানা গেছে , অনেক আগে থেকেই পুলিশের গাড়িটি অনুসরন করছিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নিশিকান্ত সরকার ও দেবেন বৈশ্য।
খবর পাওয়া মাত্রই উদ্ধার করা হয় আহত পুলিশ কর্মীদের। হাসপাতাল সুত্রের খবর, অস্ত্রোপচার করে গুলি বার করেছেন চিকিৎসকরা। এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।