
ওঙ্কার ডেস্ক: বছরের শুরুতেই নামল পারদ। তবে কি ফিরছে চেনা শীত! কনকনে ঠান্ডা না হলেও শীতের আমেজ পড়েই গিয়েছে রাজ্যজুড়ে। সপ্তাহ শেষে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
বুধবারের চাইতে বৃহস্পতিবারের তাপমাত্রা আরও কমল কলকাতায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রির নীচে। পুরুলিয়া ও দার্জিলিং-এর তাপমাত্রায় বিশেষ ফারাক নেই। আগামী পাঁচ দিনে বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রার। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি, বৃহস্পতির তা হয়ে দাঁড়ায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চাইতে এক ডিগ্রি কম। অর্থাৎ বছরের শুরুতেই ৪ ডিগ্রি নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের এই পর্ব শুক্র-শনিবার পর্যন্ত চলবে। বারবার পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তবে ৪ঠা জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে সপ্তাহ শেষে তাপমাত্রা বাড়তেও পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের তিন জেলায় সপ্তাহ শেষে বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। শনি ও রবিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। বৃহস্পতিবার সারাদিন পরিষ্কারই থাকবে কলকাতার আকাশ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশেই থাকবে।