
গোপাল শীল, ওঙ্কার বাংলা: আবার নীলতিমির দেখা মিলল সাগরে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপে বালির চরে দেখা মেলে বিরল প্রজাতির নীল তিমির। তিমিকে দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় বন দফতরে। তিমিটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর বন দফতরের আধিকারিকরা, কলকাতা থেকে পৌঁছয় উদ্ধারকারী দল। রাতেই নীল তিমিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রাণীটিকে আবার সাগরে ছেড়ে দেওয়া হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকরা।
প্রসঙ্গত এর আগে কাকদ্বীপের মধুসূদনপুরের কামারপাড়া এলাকায় বিশাল আকৃতির তিমির দেখা মিলেছিল। তখন মৎস্যজীবী ও স্থানীয়রা মিলে নীল তিমিটিকে ঠেলে জলে পাঠিয়ে দেন। নদী ও সমুদ্র ছেড়ে হঠাৎ কেন তীরে এসে উঠেছে তিমি, তা নিয়ে শুরু হয় চর্চা। বিশেষজ্ঞরা মনে করছেন, পথ ভুলে তিমিটি ঘোড়ামারার কাছে চলে এসেছে। দুদিনের মধ্যে ঘোড়ামারা এলাকায় আবার দেখা মিলল নীল তিমির।
ভিডিও দেখুন-