
নিলয় ভট্টাচার্য,নদীয়া:নিম্নচাপের জেরে শুরু হওয়া লাগাতার বৃষ্টিপাতের জেরে হু হু করে বাড়ছে ভাগীরথী নদীর জল। বন্যা হওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার প্রায় ৫ হাজার পরিবারের।নদীয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ড সহ বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের গবার চর ও ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় বর্তমানে বসবাস করেন প্রায় পাঁচ হাজারের বেশি পরিবার। বিগত দিন গুলিতে তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন, নদীর পাড় ভাঙ্গনের ফলে অনেকেই ভিটে মাটি ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছেন ।, কিন্তু এবার নদীর পাড় ভাঙ্গনের আতঙ্কই শুধু নয় সরাসরি বন্যা হওয়ার আতঙ্কে রাতের ঘুম উড়েছে ওই এলাকার হাজার হাজার পরিবারের।
প্রশাসনের পক্ষ থেকে বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরও ভাঙন রোধে সেরকম কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।তাই এখন জনপ্রতিনিধি নয় ঈশ্বরের উপরেই ভরসা রাখছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন।