
গোপাল শীলও বাবলু প্রামাণিক,দক্ষিণ চব্বিশ পরগনা:ফের ভাঙড়ে বোমা বিস্ফোরণ আহত চার।পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনার পর থেকেই উত্তপ্ত ভাঙড়।বোমাবাজি ,গুলি চালনার জেরে বার বার শিরোনামে উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা।মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের ও।জারি করা হয়েছে ১৪৪ ধারা।কিন্তু তার মধ্যেই বৃহস্পতিবার ফের বোমা বিস্ফোরন হলো ভাঙড়ে।আহত হয়েছেন চারজন।ঘটনাটি ঘটেছে ভাঙড় দু নম্বর ব্লকের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে। আহতরা প্রত্যেকেই আই এস এফ সমর্থক বলে জানা গেছে।আশঙ্কা জনক অবস্থায় এদের চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসা চলছে।এই ঘটনায় তিনজনকে আটক করে জিঙ্গাসাবাদ করছে পুলিশ।