
বাবলু প্রামাণিক,দক্ষিণ চব্বিশ পরগনা:অশান্তি থামার কোন লক্ষন নেই ভাঙড়ে, ফের চললো গুলি,। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী হাতেম মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে ,তৃণমূলের প্রার্থী কে লক্ষ্য করে গুলি চলানো হয়। গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী হাতেম মোল্লার মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে।এই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার বিশাল পুলিশ ফোর্স।
গুলিবিদ্ধ হাতেম কে প্রথমে জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে কলকাতায় রেফার করেন।