
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:
পঞ্চায়েত ভোট গননার দিনেও অশান্ত ভাঙ্গর, গণনা কেন্দ্রের সামনে বোমাবাজি, মৃত তিন, আহত বহু। মঙ্গলবার ভোট গননার পর থেকেই অগ্নিগর্ভ ভাঙ্গড়। দুষ্কৃতীদের তাণ্ডব চলে রাতভোর ও। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।একাধিক গাড়ি ভাঙচুর করা হয় আহত একাধিক পুলিশ কর্মী সহ অনেকেই । । পরিস্থিতি সামালাতে কাঁদানি গ্যাসের সেল ফাঠাতে হয় পুলিশকে । আক্রান্ত হন পুলিশের অ্যাডিশনাল এসপি তার হাতে গুলি লাগে। মৃত দুই ব্যক্তি আই এস এফ কর্মী ,একজন সাধারণ নাগরিক বলে জানা গিয়েছে। সূত্রের খবর গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে ভোট গণনা কেন্দ্রের বাইরে তাণ্ডব শুরু করে আইএসএফ কর্মীরা। ।ভোর চারটে নাগাদ পুলিশ বাহিনী এলাকায় ঢোকার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।তারপরে পুলিশের সঙ্গে ও সংঘর্ষ শুরু হয় দুষ্কৃতীদের।বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।