
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর ভাঙড়ে এসে পৌঁছাল একজন আইপিএসএর নেতৃত্বে বিশেষ একটি পুলিশ বাহিনী ।জানা গেছে লালবাজারের একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্ব প্রাপ্ত AC ও DC পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় এসেছেন। সেখানে তারা রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার করবেন। পরে ভাঙড় ও কাশিপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখবেন বলে খবর।উল্লেখ্য অশান্ত ভাঙ্গড় কে শান্ত করতে বুধবার ওখানে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার নির্দেশ কলিশনার বিনীত গোয়েলকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপরেই তৎপর হয় লালাবাজার।বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় একজন আই পি এসের নেতৃত্বে বিশেষ বিশেষ পুলিশ বাহিনী।