
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো. আলোর মালায় সেজে উঠেছে চারিদিক. তবে, এবার পুজোয় উৎসবের পাশাপাশি চলছে প্রতিবাদও. আর জি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব নাগরিক সমাজ. তবে, তার মাঝেই একের পর এক নারী নির্যাতনের ঘটনা. কুলতলি, পটাশপুরের পর এবার ভাঙ্গড়.
দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর এক নম্বর ব্লকের গানিরাইট এলাকার ঘটনা। ঘরের জানালা দিয়ে গৃহবধূর গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল। এরপর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে গোটা পরিবার।
অভিযোগ, রাতে ঘরে শুয়ে থাকার গোপন ছবি তুলে ওই মহিলাকে ফোনে ব্ল্যাকমেল করত ওই যুবক। এরপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ঐ গৃহবধুর স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে খুন করার হুমকি পর্যন্ত দেয় ওই যুবক বলে নির্যাতিতার পরিবারের। পাশাপাশি তিনি জানান, অভিযুক্ত ওই যুবক স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। একজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।