
গোপালশীল,ভাঙড়:কলকাতা পুলিশের আন্ডারে থানা করেও লাভ হলো না।ফের ভাঙড়ে ISF ও তৃণমূলের সংঘর্ষ ।চললো গুলিও।দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো ISF এর বিরুদ্ধে। ঘটনাস্থলে ভাঙড় থানার বিশাল পুলিশ।
ভাঙড়ে আবারো ছড়ালো উত্তেজনা। আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের জেরে চললো গুলি। দুজন তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের দক্ষিণ খড়গাছি এলাকায়। জানা গিয়েছে আগামী ২১ শে জানুয়ারি isf এর প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আইএসএফের কর্মীরা এলাকায় ব্যানার লাগাচ্ছিলেন, সেই সময় ব্যানার লাগানো কে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয় পরিস্থিতি। দুজন তৃণমূল কর্মীকে সে সময়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ।উঠেছে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল এবং আইএসএফ কর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তৃণমূলের তরফ থেকে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের ভাঙ্গড় থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গড় থানার পুলিশ।