
প্রতীতি ঘোষ: ভাটপাড়া: ফের ভাটপাড়ায় প্রকাশ্যে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার প্রকাশ্যে বাক বিতন্ডায় জড়িয়ে পড়লেন কুড়ি নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি ও প্রাক্তন কাউন্সিলর সৌরভ সিং। উল্লেখ্য এই সৌরভ সিং এবারে সাংসদ পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট ছিলেন। এছাড়াও তার আরেকটি পরিচয় আছে তিনি অর্জুন সিং এর ভাইপো। সৌরভ সিং দাবি করেছেন এলাকার এক ব্যবসায়ী কে তিনি ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন ২০২০ সালে । আর সেই টাকা চাইবার জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় সেখানে চলে আসে বর্তমান কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি। এবং দুজনে প্রকাশ্যে তর্কাতর্কি তে জড়িয়ে পড়েন। এই প্রসঙ্গে সৌরভ ,এলাকার কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।সমস্ত বিষয় টি তিনি পার্থ ভৌমিক কে জানিয়েছেন বলে দাবি করেন।
তবে টাকা ধার নেওয়ার কথা সম্পূর্ন অস্বীকার করেছেন ওই ব্যাবসায়ী।উল্টে তিনি অভিযোগ করেছেন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন সৌরভ সিং।এই ঘটনায় প্রকাশ্যে আসার পর ঘটনাস্থলে আসেন বিধায়ক সোমনাথ শ্যাম।তিনি বলেন এই ধরনের ঘটনা ঘটেছে ঠিকই ।তবে সাময়িক ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোন সম্পর্ক নেই। পাশাপাশি প্রাণে মারার হুমকি দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি।তৃনমূলের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দেওয়া না হলেও।তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে চলে এলো বলে অনুমান রাজনৈতিক মহলের একাংশের।