
আশীষ মন্ডল,বীরভূম:রাজ্যের শাসক দলকে রুখতে এবার জোট বাঁধলো রাম ,বাম ও হাত শিবির। তৃনমূলের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি ও বামফ্রন্ট ও কংগ্রেস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের জাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য মুরারাই দু নম্বর ব্লকের জাজি গ্রামপঞ্চায়েতের ২৪ টি আসনের মধ্যে ৭ টি আসন পায় বাম – কংগ্রেস জোট । বিজেপি পায় ৭ টি আসন এবং তৃণমূল কংগ্রেস পায় 10 টি আসন। ফল প্রকাশের পরই রাজ্যের প্রধান তিন বিরোধী দল জোট বেঁধে শাসক দলকে হারিয়ে দেওয়ার পরিকল্পনা করে । সেই মতোই শুক্রবার ভোটাভুটি হয়।এবং বিজেপি ও বাম-কংগ্রেস জোট ১৪ জন সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে ।পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন বাম – কংগ্রেস জোটের সদস্য তুষারকান্তি রাজবংশী এবং উপপ্রধান নির্বাচিত হলেন বিজেপির বিনাপানি রাজমল্ল। বিনাপানী বলেন এলাকায় গত পাঁচ বছরে কোন কাজই করেনি তৃনমূল ।তাই এলাকার উন্নয়নের ধারা বজায় রাখতে তারা একজোট হয়েছেন।
উল্লেখ্য বাম,বিজেপি এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বার বার জোটের বিরোধিতা করা হলেও, ,রাজ্যের বিভিন্ন এলাকায় জোট বাঁধতে দেখা গেছে এই তিন বিরোধী দলকে।এখন দেখার এই জোট আগামী লোকসভা নির্বাচনে আদৌ প্রভাব ফেলে কিনা।