
ত্রয়ণ চক্রবর্তীঃ মাটিগাড়ার ঘটনা নিয়ে বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা। শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদত্যাগ ও পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধী দল বিজেপি। এদিন বিধানসভার মুলতুবি ঘোষনা করে দেন ডেপুটি স্পিকার।মাটিগাড়ার ঘটনা নিয়ে বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা। শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদত্যাগ ও পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধী দল বিজেপি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মাটিগাড়ার ছাত্রী হত্যা ও তার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতার করা প্রসঙ্গ উল্লেখ পর্বে উল্লেখ করার সময় ডেপুটি স্পিকার সময়ের জন্য মাইক বন্ধ করে দিলে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বেড়িয়ে বিক্ষোভ দেখান। বিধানসভার বাইরে বেড়িয়ে বিরোধী দলনেতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। প্রয়োজনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের মতো দোষিদের এনকাউন্টার করা উচিত বলে জানান বিরোধী দলনেতা।
এদিন অবশ্য সভার শুরুতে চন্দ্রযান ৩ এর চাঁদের বুকে সফল অবতরণের জন্য বিধানসভায় বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দলমত নির্বিশেষে সমস্ত বিধায়ক সেই প্রস্তাব সমর্থন করেন। ফলে বিধানসভায় সর্বসম্মতিতে গৃহীত হয় সেই প্রস্তাব । পরে বিজেপি বিধায়কদের হট্টগোলের জেরে সভা মুলতুবি করে দেন ডেপুটি স্পিকার।