
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুর : দিল্লি বিধানসভা জয়ের উল্লাসে মেতে উঠেছে ভারতের বিজেপি সমর্থকেরা। পাশাপাশি তার আঁচ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তি শহর দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট বিজেপি কার্যালয়ে। জয়ের মুহূর্ত আরও বেশি স্মরনীয় করে রাখার জন্য বালুরঘাট জেলা পার্টি অফিসের বিজেপি নেতৃত্বরা পরিচালনা করেছিলেন এক শোভাযাত্রার। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সহ সম্পাদক বাপি সরকার ও অন্যান্য কর্মীরা। শোভাযাত্রাটি শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য কার্যালয় থেকে এবং শেষ হয় বালুরঘাট কালেক্টারি বিল্ডিংয়ের সামনে। শোভাযাত্রার সঙ্গে জোরকদমে চলে আবির খেলা এবং আতসবাজি ফাটানো এবং শেষে মিষ্টিমুখ । জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, “এই জয় আগামী বিধানসভার পচিমবঙ্গ রাজ্যের জয় এই জয় মুখ্যমন্ত্রী কে হারিয়ে দেওয়ার জয়। সেই কারণেই অকাল বসন্তে গেরুয়া আবিরে মেতে উঠেছে বিজেপি কর্মীরা”।