
সুরজিৎ দাস, নদীয়া : সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে ভয়ানক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো চার যুবকের। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত চার যুবকের নাম সুমন মন্ডল, তন্ময় বিশ্বাস, দ্বীপ মন্ডল এবং মনীষ বিশ্বাস। মৃত চার যুবক একই মোটর বাইকে করে বাড়িতে ফিরছিল। সেইসময়ই কানাইখালি এলাকাতে বাইকটির নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে। সেখানেই চার যুবক আহত হলে প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সুত্রের খবর, স্থানীয় হাসপাতালটিতে নিয়ে যাওয়া হলে দুজনকে তখনই মৃত বলে ঘোষণা করা হয়। অন্য দুই যুবকের অবস্থার অবনতি হলে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পরে সেই দুই যুবকও হাসপাতালে মারা যায়। সরস্বতী পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসছে গোটা এলাকায়। চারজনের দেহকে শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই করিমপুর থানার পুলিশ দুর্ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে।