
সুকান্ত চট্টোপাধ্যায়, হাড়োয়া : বাংলায় ফের ভোটের দামামা. আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন. ইতিমধ্যেই ছটি কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি. আর প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে গেছে প্রচারপর্ব. এদিন সকাল থেকেই হাড়োয়ার বিভিন্ন জায়গায় প্রচারে নেমে পড়লেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দাস। পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগের মধ্য দিয়ে দলীয় প্রচার করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল দাস বলেন, ‘রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তৃণমূলের ওপর ক্ষুব্ধ মানুষ. বেকারত্বের জেরে মানুষকে ভিন রাজ্যে পারি দিতে হচ্ছে. সব মিলিয়ে শাসকদলের ওপর আস্থা হারিয়েছেন সাধারণ মানুষ’.পাশাপাশি, তিনি বলেন, ‘ভোট যদি শান্তিপূর্ণ হয়, তবে এই কেন্দ্র থেকে তিনিই জিতবেন’.
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর রাজ্যের যে ছটি কেন্দ্রে ভোট, তার মদ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাড়োয়া. এছাড়াও, তালডাংড়া, নৈহাটি, মাদারিহাট, মেদিনীপুর এবং সিতাইতে লড়াই হতে চলেছে জোরদার.
২০২১ সালে এই ছটি কেন্দ্রের মধ্যে তৃণমূল জিতেছিল ৫টি এবং বিজেপি পেয়েছিল ১টি আসন। এই কেন্দ্রগুলির বিধায়করা নিজের দলের হয়ে লোকসভা ভোটে লড়েন এবং জয়ী হন। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল তাঁদের। এই কেন্দ্রগুলিতেই অনুষ্ঠিত হতে চলেছে ভোট।