
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরন।,তৃনমুল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং।তার কংগ্রেসে যোগদানের ফলে পাহাড়ের রাজনীতিতে অনেকটাই বাড়তি সুবিধা পাবে কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল।
বর্তমানে পাহাড়ে বাম বা কংগ্রেস কেউই সেই ভাবে নিজের সংগঠনকে শক্তিশালী করতে পারেনি।তবে বিজেপি বা রাজ্যের শাসকদল তৃনমুল কংগ্রেস কিন্তু নিজেদের সংগঠনের ভিত অনেকটাই মজবুত করতে সমর্থ হয়েছে।মুলত বিমলের আত্মগোপনের পর বিনয় তামাং ও অনিত থাপা অনেকটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে জায়গা করে জিটিএর ক্ষমতা নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছে।তবে ২০২১ সালে তৃনমুলে বিনয়ের যোগদান ও পরবর্তীতে ২০২২ সালে তৃনমুল ছেড়ে বেরিয়ে যাওয়ায় পাহাড় রাজনীতিতে যথেষ্টই প্রভাব পড়েছে।
বিনয় তামাং জানিয়েছেন বিজেপি শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করতেই পাহাড়ের মানুষকে ব্যাবহার করছে।উন্নয়নের কোন কাজ করেনি পাহাড়বাসীর জন্য।অন্যদিকে সারা দেশ এখন কংগ্রেসের উপর ভরষা রাখছে,তাই তিনি কংগ্রেসে যোগদান করলেন।এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বলেন পাহাড়ের মানুষকে রাজ্য ও কেন্দ্র উভয়েই বঞ্চিত করতে।তাদের পাশে থেকে তাদের কথা বলতে চায় কংগ্রেস।
রবিবার অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন বিনয় তামাং।