
আশিস মণ্ডল, বীরভূমঃ ভাইফোঁটার সকালে ভাইয়ের সঙ্গেই মিষ্টি কিনতে গিয়েছিলেন বোন। আর ফেরা হল না বাড়িতে। ফোঁটা দেওয়ার আগেই পথের বলি হল বোন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি এলাকা। জানা গিয়েছে, মৃতার নাম রীতা সাউ। বয়স ২৫ বছর। তাঁর বাপের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুরের কানিঝাড়া গ্রামে। শ্বশুরবাড়ি বীরভূমের মাড়গ্রামের ছোটচৌকি গ্রামে। বুধবার অর্থাৎ ভাইফোঁটার সকালে ভাইয়ের বাইকে চেপে নলহাটি এলাকায় এসেছিলেন মিষ্টি কিনতে। নলহাটিতে বাইকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। রাস্তায় ছিটকে পড়েন ভাই বোন দুজনে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বোন রীতাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।