
বীরভূমে প্রৌঢ়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। রবিবার সকালে বাড়ির ভিতর থেকে নগ্ন অবস্থায় এক প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়। মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। অভিযোগ, প্রৌঢ়াকে খুন ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রৌঢ়ার বয়স ৫৫ বছর। বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া থানা এলাকার বনগ্রামের মথুরাপুর গ্রামে।
সূত্রের খবর, রবিবার সকালে ওই বৃদ্ধাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়িতে খোঁজ করতে গিয়ে প্রতিবেশীরা দেখেন, বাড়ির মধ্যে নগ্ন অবস্থায় পড়ে আছে প্রৌঢ়া। মুখে একটি গামছা ঢোকানো ছিল। প্রতিবেশী্দের ধারণা, বৃদ্ধাকে কেউ বা ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।