গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:ফের আই এস এফে ভাঙ্গন।তবে এবার শাসক দলে নয় ,দলত্যাগী আই এস এফ কর্মী ও সমর্থকেরা যোগ দিলেন মিমে। এই যোগদানের পর ভাঙ্গড়ের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ বলে অনুমান রাজনৈতিক মহলের।
বিজেপি ,তৃনমূল বা আই এস এফ ছেড়ে শাসক দলে যোগদান নতুন কোন ব্যাপার নয়। কিন্তু বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে দেখা গেল নতুন সমীকরণ। বুধবার মিমের কর্মী সম্মেলন অনুষ্ঠানে আই এস এফ থেকে মিমে যোগ দিলেন শতাধিক কর্মী ও সমর্থক। এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীম দলের রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি’ ।এদিনের অনুষ্ঠানে রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি আইএসএফ দল থেকে আসা সীমা ভট্টাচার্য কে রাজ্য মহিলা সভাপতি হিসাবে নাম ঘোষণা করেন। দক্ষিণবঙ্গের সভাপতি নিজামুদ্দিন কাশেমী জানিয়েছেন এবার থেকে বাজার এবং স্টেশন সংলগ্ন এলাকায় প্রকাশ্য জনসভা করা হবে, তার জন্য প্রশাসনের আইন মেনে আমরা সভা করব, যদি প্রশাসন অনুমতি না দেয় তাহলে আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে জনসভা করার চেষ্টা করব।
রাজ্য মহিলা কমিটির নতুন সভাপতি সীমা ভট্টাচার্য বলেন আগামী ২৪ সালের নির্বাচন কে সামনে রেখে ধর্মতলা এলাকায় অল ইন্ডিয়া মীম দলের পক্ষ থেকে প্রকাশ্য জনসভা করা হবে। এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইমরান সোলাঙ্কি ছাড়াও উপস্থিত ছিলেন ‘ দক্ষিণবঙ্গের সভাপতি নিজামুদ্দিন কাশেমী,রাজ্য কোর কমিটির সদস্য দিলওয়ার হোসেন,দক্ষিণবঙ্গের জেনারেল সেক্রেটারি সেলিম শেখ,দক্ষিণ ২৪ পরগনা জেলারযুব নেতা জুলফিকার মোল্লা সহ জেলার বিভিন্ন প্রান্ত আসা মীমের কর্মী ও সমর্থকেরা ।