
নিজস্ব প্রতিনিধিঃ ২৯ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজ্য সঙ্গীত বাজানো নিয়ে রাজ্য সরকারের নিশানা করে বিজেপি তারকা নেতা রুদ্রনীল ঘোষ বলেন চাকরি, ঘর, রেশন, মিড ডে মিল, জব কার্ড, নিরাপত্তা এমন কি ভোট দেওয়ার অধিকার চুরি করার পর রবীন্দ্রনাথের গানের শব্দ চুরি করল রাজ্য সরকার। এই প্রসঙ্গে আইনি পদক্ষেপের হুশিয়ারি দেওয়া হয় বিজেপি কালচারাল সেলের পক্ষ থেকে।