
নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদে বিজেপির সংগঠনকে ভাগ করা হলো তিনটি ভাগে। এতদিন পর্যন্ত মুর্শিদাবাদে দুটি সাংগঠনিক জেলা ছিল। একটি জঙ্গীপুর লোকসভা নিয়ে মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক এবং অপরটি বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা নিয়ে মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা। রবিবার বিজেপি রাজ্য কমিটি মুর্শিদাবাদ জেলাকে মোট তিনটি সাংগঠনিক জেলায় ভাগ করে। উত্তর মুর্শিদাবাদ বা জঙ্গীপুর জেলার সাংগঠনিক সভাপতি রাখা হয়েছে ধনঞ্জয় ঘোষকে, অন্যদিকে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলাকে দুই ভাগে ভাগ করে বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে রাখা হয়েছে শাখারভ সরকারকে।
নতুন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে মুর্শিদাবাদ পৌরমন্ডলের প্রাক্তন সভাপতি সৌমেন মন্ডলকে। রবিবার সন্ধ্যায় সৌমেন মন্ডলকে সংবর্ধিত করেন বিজেপির রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশংকর ঘোষ এবং বিজেপির কর্মী সমর্থকরা।