
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : বিজেপির বনধ ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে। এনজেপি থানা এলাকায় ডাবগ্রাম ফুলবাড়ী বিধায়িকা শিখা চ্যাটার্জির ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন শিখা চ্যাটার্জী। খবর পেয়ে এলাকায় আসেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তাকেও ঘিরে প্রবল উত্তেজনা সৃষ্টি হয় এনজেপি সংলগ্ন নেতাজি মোড় এলাকায় তৃণমূল কর্মীরা। তৃনমূল কর্মীরা জয়ন্ত রায় কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় বিশাল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে শিখার চ্যাটার্জিকে সেখান থেকে করেন করে বের করে দেয় পুলিশ কর্মীরা পরবর্তীতে একইভাবে জয়ন্ত রায়ের ওপর তৃণমূল কর্মীরা চড়াও হলে তাকেও ঘটনাস্থল থেকে পুলিশ বের করে দেয়। এরপর জয়ন্ত রায় এবং শিখা চ্যাটার্জী দুজনেই এনজেপি থানায় নিয়ে আসা হয়।