
বিক্রমাদিত্য বিশ্বাস, ওঙ্কার বাংলা:বিজেপির পক্ষ থেকে ডাকা ১২ ঘণ্টার বনধে কোন অশান্তির চিত্র এখনো পর্যন্ত দেখা যায়নি ইসলামপুরে । বরং রবিবার সাপ্তাহিক ছুটির দিনে স্বাভাবিক থাকতে দেখা গেল জনজীবন। প্রসঙ্গত বিজেপি যুব মোর্চার শহর সম্পাদক অসীম সাহাকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার বিকেলের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান অসীম সাহা। এই ঘটনার প্রতিবাদে এবং সেই সাথে ইসলামপুরবাসী নিরাপত্তা ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে বারো ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। তবে বনধের দিন সকাল থেকে ইসলামপুর বাস টার্মিনাসে নিরাপত্তা সংক্রান্ত কারণে মোতায়েন করা হয়েছিল পুলিশ। সকাল থেকে সরকারি বাস চলাচল করতেও দেখা যায়। তবে বিজেপির পক্ষ থেকে বনধ ডাকা হলেও রাস্তায় বিজেপি নেতৃত্বের সেভাবে দেখা মেলেনি। সাপ্তাহিক ছুটির দিনে দোকানপাট বন্ধ ছিল। এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের কাছে আবেদন করেছিলেন তারা। তবে সূত্রের খবর রবিবার বনধের দিন ইসলামপুরের জনজীবন এক কথায় স্বাভাবিকই ছিল।