
ওঙ্কার ডেস্ক : বনধকে অসফল করতে অভিনব পদক্ষেপ বিধায়কের। বাজারের ব্যাগ হাতে বাজার করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক।ছাত্র যুবর নবান্ন অভিযান ঘিরে ছাত্র সমাজের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বুধবার ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি। সেই বন্ধ কে অসফল করতে সকাল সকাল রাস্তায় নেমেছে তৃণমূল। এদিন শান্তিপুরে বন্ধ কে অসফল করতে বাজার খোলার অনুরোধ করেন তৃণমূলের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। শুধু অনুরোধ না তিনি এদিন তিনি নিজে বাজার এর ব্যাগ হাতে শান্তিপুরের বাজারে বাজার করে শান্তিপুর কে সচল রাখলেন।