
নিজস্ব প্রতিনিধিঃ ২০২১ বিধানসভা নির্বাচনের সময় শিরোনামে উঠে এসেছিল কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি বিধানসভা। কারণ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানকার ভোটের দিন কর্মরত থাকা আধা সেনার ছোড়া গুলিতে মৃত্যু হয় সেখানকার কয়েকজন ভোটারের। এই নিয়ে সেখানকার মানুষদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকলেও শীতলকুচি বিধানসভায় পদ্ম ফোটাতে সক্ষম হয়েছিল গেরুয়া শিবির। তারপর কেটে গিয়েছে ৩ বছর এবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের ফক্কোরের হাটে বিজেপির বিধায়ক বরেন চন্দ্র বর্মনকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তিনি কোচবিহারের বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে এসেই ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মুখে পড়তে হয় তাঁকে। তিনি কিছু না বলেই সেখান থেকেচলে যান বিজেপি বিধায়ক বরেন বর্মন।