
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু চারটি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি পদ্ম শিবির। যার মধ্যে উল্লেখযোগ্য আসন হল ডায়মন্ডহারবার। নিন্দুকেদের জোর চর্চা, ডায়মন্ডহারবারে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে বিজেপি!
বাংলায় ৪২টি আসন। ৩৮টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ডায়মন্ডহারবার–সহ বীরভূম, আসানসোল এবং ঝাড়গ্রামে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বাকি চারটি আসনের প্রার্থী কবে ঘোষণা হবে তা জানা যায়নি। যদিও তৃণমূল একসঙ্গে ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ১০ মার্চ ব্রিগেড থেকে।