
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাজধানীতে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। জনগণের বিপুল সমর্থন নিয়ে জয়ী হওয়ার পর উচ্ছ্বাস এ রাজ্যেও। দিল্লিতে বিজেপি জয়ী হওয়ার পর বাংলার দিকে দিকে উল্লাসের ছবি দেখা গেল। শনিবার ঢাক-ঢোল সহযোগে বিজেপির উল্লাস মিছিল দেখা গেল জলপাইগুড়িতে।
শনিবার বিকেলে দিল্লিতে বিজেপির জয়ের পর অকাল দোলে মাতেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা। এদিন বিকেলে শিলিগুড়ির হাসমি চকে কর্মী সমর্থকদের মধ্যে দিল্লির ফলাফল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে জেলা বিজেপি কার্যালয়ের সামনে গেরুয়া আবির মাখেন বিজেপি কর্মী সমর্থকরা। একে অপরকে মিষ্টি মুখ করান তাঁরা। সেই সঙ্গে আতসবাজি জ্বালিয়ে জয় উদযাপন করেন তাঁরা। ইসলামপুর শহরে এদিন ব্যান্ড পার্টি নিয়ে বিজয় মিছিল করেন বিজেপি নেতা কর্মীরা। দিল্লি বিধানসভার ফল প্রকাশ হতে আবির খেলায় মাতলেন কোচবিহারের বিজেপি কর্মী সমর্থকরা।
রবিবার নাগেরবাজারে বিজেপির বিজয় মিছিল বের হয়। এদিন বিজেপির মহিলা কর্মীদের মধ্যে দেখা যায় উৎসবের মেজাজ। দিল্লিতে জয়লাভের পর আসানসোলের বার্ণপুরে উল্লাস করেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন বার্ণপুরের বারি ময়দানে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজয় উল্লাস করা হয়। দিল্লিতে বিজেপির জয়লাভ এ রাজ্যের গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের বাড়তি উদ্দীপনা জুগিয়েছে, তার ছবি রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গেল এদিন।
ভিডিও দেখুন-