
সূর্যজ্যোতি পাল,কোচবিহার : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে প্রতিনিয়ত। শেষ হয়েছে পঞ্চায়েতের ভোট গ্রহণ এবং গণনা পর্বও। তবে থামেনি হিংসার ঘটনা। ভোট পরবর্তী অশান্তি জারি রাজ্যজুড়ে। এরই মাঝে শুক্রবার মৃত এবং আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে কোচবিহারে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে মৃতের সংখ্যা 40 এর উপরে। কোচবিহারে এই সংখ্যা কম নয়। পাশাপাশি আক্রান্তও হয়েছেন বহু। এদিন আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এর নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোচবিহারে আসে। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে যায় এই টিম। ভোটের দিন নিহত বিজেপি কর্মী মাধব বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন টিমের সদস্যরা।এই টিমের প্রধান রবি শংকর প্রসাদ জানান, পঞ্চায়েতে হওয়া মৃত্যু সম্পর্কে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে। এর পাশাপাশি রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কেও বেঁধেন রবি শংকর প্রসাদ।
এদিন নিহত বিজেপি কর্মী জয়ন্ত বর্মনের স্ত্রী কণিকা বর্মন জানান, এখনও আতঙ্কে রয়েছেন তারা। অন্যদিকে সন্ত্রাসের ভয়ে বাড়ি থেকে এখনও পালিয়ে রয়েছেন বহু বিজেপি কর্মী বলে জানান বিজেপি নেতৃত্ব। নিহত বিজেপি কর্মীদের পরিবার এবং আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে প্রতিনিধি দলের তরফ থেকে স্থানীয় নেতৃত্বদের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন অবশ্যই এই পরিবার গুলির পাশে থাকেন।